দেশ স্বাধীন হওয়ার পর ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের। ১৯৭২ সালে তিনি জেলা ছাত্রলীগের আহবায়কের দায়িত্ব পেয়েছেন। কৃতিত্বের সঙ্গে তিনি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। সেই থেকে শুরু করে তিনি ১৯৯৩ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। লক্ষ্মীপুরে আওয়ামী লীগের অনন্য নাম ছিলেন মুজিববাদী তাহের।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ১৯৭২ ও ৭৪ সালে টানা দু’বার তাহের জেলা ছাত্রলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পায়। ১৯৭৬ সালে তিনি জেলা যুবলীগের দায়িত্ব পেয়ে সংগঠক হিসেবে দক্ষতার প্রমাণ দেয়। এতে তাকে ১৯৮০ সালে লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৯৮৪ সালে একই শাখার সভাপতি, ১৯৮৭ সালে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। ১৯৯৩ সালে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একাধিকবার তাকে কারবরণ করতে হয়েছে।
দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন তাহের। শনিবার (১৮ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের তমিজ মার্কেটের পিংকি প্লাজায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার (১৯ মার্চ) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজের জানাযা হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :