• ঢাকা
  • শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৩
আপডেট : ১৮ মার্চ, ২০২৩



রামগতির চরআলগী ইউনিয়নে নৌকার জয়

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১০৭ ভোট বেশি পেয়ে টানা দ্বিতীয়বার নৌকার প্রার্থী জাকির হোসেন লিটন চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, চেয়ারম্যান পদে জাকির হোসেনের সঙ্গে নাদিয়া সুলতানা মিলি (টেবিল ফ্যান), কারিমুল মাওলা সাহেদ আলী (আনারস), দেলোয়ার হোসেন (মোটরসাইকেল) ও নুরুল ইসলাম (চশমা) প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে নৌকার প্রার্থী পেয়েছেন ৩৭০৫ ভোট ও আনারস প্রতিকের প্রার্থী ৩৬১২ ভোট পেয়েছেন। ১০৭ ভোটে জয় লাভ করেছেন নৌকার প্রার্থী।

তিনি আরও জানান, চর আলগী ইউনিয়নে ২৩ হাজার ৬১০ জন ভোটার রয়েছে। এরমধ্যে ১২ হাজার ১১১ জন পুরুষ ও ১১ হাজার ৪৯৯ জন নারী ভোটার রয়েছে। তবে ইউনিয়নের ৯ টি কেন্দ্রে ৪৭.৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১১ হাজার ১০৯ ভোটের মধ্যে ২৭ টি ভোট বাতিল হয়েছে।

জানা গেছে, চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কারিমুল মাওলা সাহেদ আলি মনু চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক। নৌকার বিরোধীতা করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।

 

আরও পড়ুন