• ঢাকা
  • শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৩
আপডেট : ১২ মার্চ, ২০২৩



লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: ‘বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। তার নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করেছে। বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটাল হয়েছে। এখন জনগণ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। এজন্য আগামী সংসদ নির্বাচনে তাকে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

শনিবার (১১ মার্চ) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত কর্মী সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন এসব কথা বলেন। উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আভিরখিল ইসলামিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

এছাড়া সম্মেলনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাশেম আহম্মেদ রুপমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন। বেলায়েত হোসেন বেলাল সম্মেলনটি উদ্বোধন করেন।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিয়ানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ ও বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ জামান রিপন, সেচ্ছাসেবক লীগ নেতা মেহদী হাসান জসিম, মুক্তার শাহ্, মোনায়েম হোসেন ও মাহবুবুর রহমান জনি প্রমুখ।

আরও পড়ুন