• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৩
আপডেট : ৭ মার্চ, ২০২৩



লক্ষ্মীপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত ‘অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান’

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের মীরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো ও আলোচনা সভার আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুইয়া। এতে যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়া জেলা প্রশাসনের নানা কর্মসূচির পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দিনটি উপলক্ষ্যে কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির মধ্যে ছিল-বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এসব কর্মসূচিতে স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ও ৭ মার্চের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন