নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর একটি দোচালা টিনের ঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এসময় ভাঙা ঘর থেকে মালামাল সরিয়ে আনতে গেলে ব্যবসায়ীর স্ত্রী ও তিন মেয়েকে ইটপাটকেল ছুঁড়ে আহত করা হয়। রোববার (৫ মার্চ) বিকেলে ভূক্তভোগী ব্যবসায়ী এ অভিযোগ করেন।
উপজেলার ভাদুর ইউনিয়নের পৈতপুর গ্রামের সৌদি প্রবাসী শাহ আলম হারুন ও তার ভাই ফারুক হোসেনসহ তাদের পরিবারের লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়। তারা ব্যবসায়ী শফিকুলের প্রতিবেশি।
অভিযোগ সূত্র জানা যায়, প্রায় ৪ শতাংশ জমি নিয়ে শফিকুলের সঙ্গে হারুনদের বিরোধ চলে আসছে। এনিয়ে লক্ষ্মীপুর আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। পরে স্থানীয়ভাবে মীমাংসার জন্য বসা হয়। এরমধ্যেই সম্প্রতি শফিকুলের জমি থেকে হারুনরা একটি গাছ কেটে নেয়। বিষয়টি শফিকুল রামগঞ্জ থানা পুলিশকে জানায়। এতে থানা পুলিশের নির্দেশনায় লক্ষ্মীপুর জজ আদালত, রামগঞ্জ পৌরসভা ও পাশ্ববর্তী চাঠখিল উপজেলার তিনজন সার্ভেয়ার জমি পরিমাপের জন্য ২ মার্চ (বৃহস্পতিবার) পৈতপুর হোসেন আলী পাটওয়ারী বাড়িতে আসে।
পুলিশের উপস্থিতিতে পরিমাপ শুরু হয়। একপর্যায়ে হারুনদের অংশে পরিমাপ করতে গেলে তারা (হারুনরা) বাধা দেয়। এতে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে উভয়পক্ষ। খবর পেয়ে দুপুরে ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন ঘটনাস্থল পৌঁছে উভয়পক্ষকে শান্ত থাকতে বলেন। একইসঙ্গে ঘটনাটি রমজানে বসে মীমাংসা করারও আশ্বাস দেন। চেয়ারম্যান চলে যাওয়ার পর হারুনরা ব্যবসায়ী শফিকুলের ঘর ভাঙচুর করে। পরে ভাঙা ঘরের ভেতরে থাকা আসবাবপত্র আনতে গেলে তারা ভূক্তভোগী পরিবারের ওপর ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে শফিকুলের স্ত্রী আয়েশা বেগম, মেয়ে খাদিজা ইসলাম, ইসরাত জাহান সুমাইয়া, মুনতাহা ইসলাম আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। একইদিন সন্ধ্যায় এ ঘটনায় শফিকুল থানায় অভিযোগ দেন।
বক্তব্য জানতে অভিযুক্ত শাহ আলম হারুন ও ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
রামগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসান বলেন, শফিকুলের অভিযোগের ভিত্তিতে জমি পরিমাপের ঘটনায় থানা থেকে আমাকে ঘটনাস্থলে যেতে বলা হয়৷ সেখানে জমির পরিমাপ সঠিকভাবে হচ্ছিল। আমি চলে আসার পর শফিকের প্রতিপক্ষের লোকজন তার ঘর ভাঙচুর করেছে বলে শুনেছি। তারা থানায় অভিযোগ দিয়েছে। মামলা হয়েছে কি না জানা নেই।
আপনার মতামত লিখুন :