• ঢাকা
  • শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৩
আপডেট : ৩ মার্চ, ২০২৩



লক্ষ্মীপুরে শিশুকে রাস্তায় আছড়ে মারার অভিযোগে বাবা আটক

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে শিশু সন্তান রুবেনা আক্তারকে রাস্তায় আছড়ে মারার অভিযোগে বাবা রহিম মিঝিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের হাজিমার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রহিম চরকালকিনি ইউনিয়নের শাহাব উদ্দিন মিঝির ছেলে।

ঘটনার পর স্থানীয়রা রহিমকে আটক করে পুলিশে খবর দেয়। অন্যদিকে, শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সদর হাসপাতাল পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ। তিনি বলেন, ‘ঘটনাটি খুবব দুঃখজনক। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।’

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘রহিমকে আটক করা হয়েছে। তিনি এখন থানা হেফাজতে রয়েছেন। তবে পরিবার থেকে বলা হয়েছে, রহিম মানসিক বিকারগ্রস্ত। চিকিৎসকের প্রতিবেদন পাওয়া না পর্যন্ত তা নিশ্চিত হতে পারছি না।’

আরও পড়ুন