• ঢাকা
  • শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩



নোয়াখালীতে যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

গ্রামীণ কণ্ঠ

নোয়াখালীর বেগমগঞ্জ থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোন্দকার মাহফুজুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল। র‌্যাব জানিয়েছে, আত্মগোপনের কৌশল হিসেবে তিনি শ্যামলীতে একটি খাবারের দোকানে কাজ নিয়েছিলেন।

সোমবার (২৭ ফ্রেব্রুয়ারি) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার মাহফুজুর রহমান একজন পেশাদার মাদক কারবারি। ২০০৮ সালের গত ১৬ অক্টোবর বিপুল পরিমাণ মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

মাদক মামলায় গ্রেপ্তার মাহফুজুর রহমানকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ। ১৩ দিন জেল হাজতে আটক থাকার পর আদালতে হাজিরা দেওয়া সাপেক্ষে জামিনে মুক্ত হন।

জামিনে বেরিয়ে আত্মগোপন করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করেন।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর