• ঢাকা
  • মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩



ভোলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

গ্রামীণ কণ্ঠ

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে অবৈধ কেকড়া ট্রলির চাপায় মো. আলিফ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ( ২৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় উপজেলার চরভূতা ইউনিয়নের জনতা বাজারের উত্তর পাশে পোলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আলিফ ওই এলাকার পন্ডিত বাড়ীর প্রবাসী মো. সবুজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪ টার দিকে সিমেন্ট ও টাইলস রোঝাই কেকড়া ট্রলিটি পোলের উপরে উঠতে গিয়ে উঠতে না পেরে পিছনের দিকে চলে এসে আলিফকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষনা করেন।

লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন