• ঢাকা
  • শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩



লক্ষ্মীপুরে আ.লীগের শান্তি সমাবেশ

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা আওয়ামী লীগের ব্যানারে এ আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না ও নজরুল ইসলাম ভুলু প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী। তারা আন্দোলনের নামে দেশের উন্নয়নমূলক কর্মকান্ডকে বাধাগ্রস্ত করতে চায়। তথাকথিত পদযাত্রার নামে কোন বিশৃঙ্খলা করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতকে প্রতিহত করা হবে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, আমরা কোন বিশৃঙ্খলা চাচ্ছি না। আওয়ামী লীগ তাদের প্রোগ্রাম করেছে। বিএনপিও করবে। এতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন