পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে শহরের টাউন হল প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভুঁইয়া।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর আধুনিক বিপণী বিতান এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশ থেকে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রাজপথে থেকে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বিক্ষোভে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :