• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩



লক্ষ্মীপুরে শ্রমিক লীগের কর্মী সভা

গ্রামীণ কণ্ঠ
লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।
জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেলাল হোসেন ক্বারীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদ পাটওয়ারী, রাসেল মাহমুদ মান্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম ও ইমতিয়াজ আহমেদ শরীফ প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া শ্রমিক লীগ মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের অধিকার আদায়ে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা দেশব্যাপী আওয়ামী লীগের আস্থার সংগঠ শ্রমিক লীগ।

আরও পড়ুন