• ঢাকা
  • শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৩
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২৩



আওয়ামী লীগ প্রতিযোগিতায় বিশ্বাসী: কাদের

গ্রামীণ কণ্ঠ

আওয়ামী লীগ সংঘাতে নয় প্রতিযোগিতায় বিশ্বাসী বলে মন্তব্য করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ব্যতীত সরকার হটানো অসম্ভব তাই পরিবর্তন চাইলে নির্বাচনে কোনো বিকল্প নেই।

 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকগণের সাথে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিদেশি ডোনারদের টাকায় ষড়যন্ত্রের রাজনীতি করছে। তারা জানে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারনো অসম্ভব তাই তারা ষড়যন্ত্র নামের চোরা গলিতে হাঁটছে।

 

বিএনপির ঘরে গনতন্ত্র জিম্মি তারা কি করে দেশের গনতন্ত্র চায়? প্রশ্ন রেখে দলের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া পর যাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে সেও দন্ডিত যা বিএনপির গঠনতন্ত্র বহির্ভূত।

 

বিএনপির সাথে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগের নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আমরা প্রতিযোগিতা চেয়েছি প্রতিদ্বন্দ্বিতা নয় তবে দেশের শান্তি রক্ষায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর