কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারে পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। এ বছর পাস এবং জিপিএ-৫ এর হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মু. আসাদুজ্জামান।
তিনি জানান, চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষা দেয়। তাদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৪৮ হাজার ৪৬৩ এবং ছেলে পরীক্ষার্থী ৩৭ হাজার ৪১৭। পাস করেছে মোট ৭৭ হাজার ৯০৭ জন। মেয়ে পরীক্ষার্থী পাস করেছেন ৪৪ হাজার ২৯১, ছেলে পরীক্ষার্থী পাস করেছেন ৩৩ হাজার ৬১৬ জন। মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৩৯ শতাংশ, ছেলেদের পাস ৮৯ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন। মেয়ে পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৩০৭, ছেলেরা জিপিএ ৫ পেয়েছেন ৫ হাজার ৬৮৪ জন।
কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পাস করেছে ৩৭টি প্রতিষ্ঠান থেকে। ৫টি প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি। পাস না করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২টি ফেনী, ২টি ব্রাহ্মণবাড়িয়া এবং ১টি চাঁদপুরের।
আপনার মতামত লিখুন :