• ঢাকা
  • সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৩
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২৩



ভোলার শশীভূষণে অটোবোরাক চাপায় শিশু নিহত

গ্রামীণ কণ্ঠ

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ব্যাটারী চালিত অটোবোরাক চাপায় মো. আশরাফুল (সাড়ে পাঁচ) নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কলমী ব্রীজের পশ্চিম পাড়ে করিমপুর গ্রামের শশীভূষণ টু আঞ্জুরহাট সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আশরাফুর শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের করিমপুর গ্রামের মো. আলী পাটোয়ারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সকালে শিশু আশরাফুল কলমী ব্রীজের পশ্চিম পাড়ে দোকান থেকে চিপস নিয়ে রাস্তা পাড় হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ব্যাটারী চালিত অটোবোরাক তাকে চাপা দেয়। স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

এদিকে দুই মেয়ের পর একমাত্র ছেলের অকাল মৃত্যুতে স্বজন ও পরিবারে চলছে শোকের মাতম।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন