• ঢাকা
  • সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৩
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২৩



ভোলায় শিয়াল ধরতে গিয়ে ধরা পরলো হরিণ

গ্রামীণ কণ্ঠ

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে শিয়াল ধরতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়লো একটি হরিণ। বুধবার (১ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা এলাকার ৪ নং ওয়ার্ডের ভোট মডেল সংলগ্ন বিল থেকে এ হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে শিয়াল মনে করে একটি পশুকে এলাকার কয়েকজন ধাওয়া করলে সেটি পুকুরে লাফিয়ে পরে। সেখান থেকে আইয়ুব নবী নামের এক যুবক হরিণটি দেখে উদ্ধার করে। পরে স্থানীয় বাসিন্দারা বন বিভাগ ও পুলিশকে খবর দেন।
বন বিভাগের বিট অফিসার ও ধলীগৌরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসে হরিণটি নিয়ে যায়।

আরও পড়ুন