• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৩
আপডেট : ২৯ জানুয়ারি, ২০২৩



রাজশাহীতে প্রধানমন্ত্রীর সভাস্থল কানায় কানায় পূর্ণ

গ্রামীণ কণ্ঠ

মাদরাসা মাঠে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা শুরু হয়েছে। সভাস্থল পরিণত হয়েছে জনসমুদ্রে। কানায় কানায় পূর্ণ হয়েছে রাজশাহী মহানগরীর মাদরাসা মাঠ। সভাস্থলের বাইরে হাজার হাজার মানুষের জনসমাগম ঘটেছে।

আজ দুপুর ১২টার আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভাস্থল। তবে এখনো দূর-দূরান্ত থেকে হেঁটে মানুষ জনসভাস্থলের দিকে ছুটছেন। দলীয় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জনসভাস্থল। একই সঙ্গে চলছে স্থানীয় আওয়ামী লীগ ও সংসদ সদস্যদের বক্তব্য।

এর আগে রোববার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ আগে জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন তিনি।

সকাল থেকে মানুষ জনসভামুখী হতে শুরু করে। তাদের স্বাগত জানাতে রঙিন হয়ে উঠেছে শিক্ষা নগরী। সকাল থেকেই দেশের সবচেয়ে পরিচ্ছন্ন নগরীর জনসভাস্থল অভিমুখে মানুষের ঢল দেখা গেছে। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাদা গেঞ্জি ও লাল-সবুজ টুপি পরে পুরুষ কর্মী-সমর্থকেরা এবং লাল পাড়ের সবুজ শাড়ি পরে নারী কর্মী-সমর্থকেরা এসব মিছিলে অংশ নেন।

রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন বক্তব্যে বলেন, রাজশাহী থেকে আমরা বিএনপি জামায়াতকে বিতাড়িত করব। এই মাঠে বিএনপি কিছুদিন আগে সমাবেশ করেছে। কয়টা লোক হয়েছে? আজ আসুন, মাদরাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে। সমাবেশস্থলের বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার জন্য।

রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ মাসুদ রনি বলেন, রাজনীতিতে আওয়ামী লীগের ঐতিহ্যগত প্রভাবে ‘নতুন স্বপ্ন আর প্রত্যাশার ডালি’ নিয়ে আসছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর