• ঢাকা
  • শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৩
আপডেট : ২৭ জানুয়ারি, ২০২৩



পরিচয় শনাক্ত হয়নি উদ্ধার হওয়া বৃদ্ধার মরদেহের

গ্রামীণ কণ্ঠ

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় এক বৃদ্ধের লাশ উদ্ধারের চারদিনেও পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। তবে বৃদ্ধের পরিচয় ও মৃত্যু রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জনিয়েছেন দক্ষিণ আইচা থানার ইনচার্জ মো. সাখয়াত হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ২নং ওয়ার্ডের উত্তর চরমানিকা গ্রামের ময়নাবাজার সংলগ্ন শানু মাতাব্বর জমির সরিষা ক্ষেত থেকে আনুমানিক ৭০/৭৫ বছর বয়সের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেন পুলিশ।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো.সাখয়াত হোসেন বলেন, অজ্ঞাত বৃদ্ধের লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যু রহস্য জানা যাবে।। তবে এখন পর্যন্ত বৃদ্ধের পরিচয় শনাক্ত করা করা সম্ভব হয়নি। পুলিশ তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর