• ঢাকা
  • সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৩
আপডেট : ২৭ জানুয়ারি, ২০২৩



লক্ষ্মীপুরে ড. আব্দুল মতিন এসপিএল শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: যুব সমাজকে মাদক, ইভটিজিং সহ সকল অপকর্ম থেকে দূরে রাখতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লক্ষ্মীপুরে আয়োজিত হয়েছে বোস প্রফেসার ড. আব্দুল মতিন চৌধুরী এসপিএল শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট।বৃহস্পতিবার ২৬ জানুয়ারি রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নে নন্দনপুর মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে গংগাপুর ওয়ারিয়র্স একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেয়ারম্যান একাদশ ।

নন্দনপুর স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে গত (১৪ জানুয়ারি ) ১২টি দলের অংশগ্রহনে এ টুর্ণামেন্টের উদ্বোধন হয়।

টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফ.সি.এ(ইংল্যান্ড এন্ড ওয়েলস) এফ.সি.এ.এফ.সি.এম, বিশিষ্ট শিক্ষাবিদ আখতার মতিন চৌধুরী।

স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবটির প্রধান উপদেষ্টা আব্দুল্যাহ্ আল মামুন চৌধুরী বাবর, জেলা পরিষদের সাবেক সদস্য ক্লাবের উপদেষ্টা শাখাওয়াত হোসেন আরিফ, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম মোহন।

স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক
মো. মাহফুজ আলমের পরিচালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য উপদেষ্টা মিজানুর করিম লিটন,রেদোয়ান করিম রঞ্জু,সাবেক সভাপতি মোবারক হোসেন মাস্টার, দালাল বাজারে বিশিষ্ট ব্যবসায়ী বাহার উদ্দিন খলিল, সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন, সহ সভাপতি মিশু পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, প্রচার সম্পাদক ফয়সাল কবির,দপ্তর সম্পাদক নুরুজ্জামান জেবু সহ ক্লাবটির অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন