• ঢাকা
  • শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৩
আপডেট : ২৪ জানুয়ারি, ২০২৩



নাশকতার মামলায় সাতক্ষীরা পৌর মেয়র কারাগারে

গ্রামীণ কণ্ঠ

সাতক্ষীরায় নাশকতা মামলায় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন তিনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক হুমায়ন কবির তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাতক্ষীরা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওকালত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তাজকিন আহমেদ চিশতী সাতক্ষীরা পৌরসভার দুই বারের নির্বাচিত মেয়র এবং পৌর বিএনপির সদস্য সচিব। তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মৃত আবুল কাশেম ভ্যাদলের ছেলে।

আরও পড়ুন