নোয়াখালীর সুবর্ণচরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে নূরজাহান বেগম (৫৭) নামে এক নারীকে পাঁচ টুকরো করে হত্যার দায়ের তার ছেলে হুমায়ুন কবিরসহ সাতজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ নিলুফা সুলতানা এ রায় ঘোষণা করেন।
হুমায়ুন কবির ছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নিরব (২৬), নুর ইসলাম (৩২), কালাম (৩০), সুমন (৩৩), হামিদ (২৮) ও ইসমাইল (৩০)।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটি একটি নির্মম হত্যাকাণ্ড। যে মা সন্তানকে জন্ম দিলেন সেই সন্তান কীভাবে মাকে হত্যা করে। এটি একটি নজিরবিহীন ঘটনা। আমরা এ রায়ে সন্তুষ্ট। আশা করি উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে।
উল্লেখ্য, ২০২০ সালের ৬ অক্টোবর (বুধবার) বিকালে সুবর্ণচরের জাহাজমারা গ্রামের একটি বিলের মাঝের বিভিন্ন ক্ষেত থেকে নূর জাহান নামের ওই গৃহবধূর বিচ্ছিন্ন ৫ খন্ড মরদেহ উদ্ধার করা হয়। ক্লুলেস এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জেলা পুলিশ সুপার মো আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম মাঠে নামে।
আপনার মতামত লিখুন :