• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৩
আপডেট : ২৩ জানুয়ারি, ২০২৩



লক্ষ্মীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুরে ২৭তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে লক্ষ্মীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে কৃমি ট্যাবলেট বিতরণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন আহাম্মদ কবির।

পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন আহমেদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, স্যানিটারি ইসপেক্টর আবদুল্লাহিল হাকিম সুমন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম।

লক্ষ্মীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আবদুল্লা হিল হাকিম বলেন, পৌরসভার ১৫টি ওয়ার্ডে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২২ থেকে ৩১ জানুয়ারি ৫ থেকে ১৬ বছর বয়সী সব শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন আহমেদ বলেন, সদর উপজেলার ২১টি ইউনিয়নে ৮২০টি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ২৯ হাজার এবং ১৫২টি মাধ্যমিক বিদ্যালয়ে ৭৩ হাজার শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন