• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৩
আপডেট : ২৩ জানুয়ারি, ২০২৩



রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

গ্রামীণ কণ্ঠ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশী-বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়। এর আগে রোববার রাত থেকে সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালায়।

র‌্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাবের দাবি, গ্রেফতার দুজন নতুন উগ্রবাদী সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্য। তারা হলেন, শূরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশার।

জানা গেছে, রোববার রাত থেকে শুরু হওয়া এ অভিযান সোমবার সকাল পর্যন্ত চলে। রোববার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫।

অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোর রাতে অভিযানে নামে কক্সবাজার র‌্যাব-১৫-এর সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করে। এক পর্যায়ে রোহিঙ্গা ক্যাম্পের আস্তানা থেকে দুজনকে দেশী-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করে র‌্যাব।

আরও পড়ুন