নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির পক্ষ থেকে ৩০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ লাইন্সে এসব কম্বল বিতরণ করা হয়।
পুনাকের লক্ষ্মীপুর জেলা সভানেত্রী সেলিনা মাহফুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপস) মংনেথোয়াই মারমা, ডিআইওয়ান একেএম আজিজুর রহমান মিয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) প্রবীর কুমার দাস ও শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল আলম প্রমুখ।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, শীতে মানুষ কষ্ট পাচ্ছে। অনেকের ঘরেই শীত নিবারণের জন্য লেপ বা কম্বল নেই। আমরা চেষ্টা করেছি তাদের হাতেই কম্বল তুলে দিতে। কম্বল নিয়ে আমরা বেদে পল্লী ও ভাসমান জেলেদের কাছে ছুটে গেছি।
আপনার মতামত লিখুন :