নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ভোটের মাধ্যমে শংকর মজুমদারকে সভাপতি ও মিলন মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
পরে শনিবার (১৪ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় নেতারা নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এতে ৩৫ জন ভোটার ভোট দেন বলে জানা গেছে। সম্মেলনের প্রথম অধিবেশনের শেষে সাবেক জেলা কমিটি বিলুপ্ত করা হয়।
এর আগে দুপুর ১২ টার দিকে পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. শ্রী নিম চিন্দ্র ভৌমিক এ সম্মেলনের উদ্বোধন করেন।
এতে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রধান বক্তা ছিলেন পরিষদের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট শ্রী সুব্রত চৌধুরী।
পরিষদের জেলা কমিটির সাবেক সভাপতি এডভোকেট রতন লাল ভৌমিকের সভাপতিত্ব ও সাবেক সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ সম্মেলনের সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি ছিলেন পরিষদের প্রেসিডিয়াম সদস্য মিলন কান্তি দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিন্দে কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী, শ্যামল কুমার পালিত, গৌতম চন্দ্র মজুমদার, সুবির দত্ত, পরিষদের জেলা কমিটির সাবেক সভাপতি এডভোকেট জহর লাল ভৌমিক, পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সাবেক সভাপতি শংকর মজুমদার, বর্তমান সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহা।
আপনার মতামত লিখুন :