• ঢাকা
  • সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৩
আপডেট : ১২ জানুয়ারি, ২০২৩



একনেকে উঠছে ইভিএম কেনার প্রকল্প

গ্রামীণ কণ্ঠ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) উঠছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প। এটি পাস হলে আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে অনিশ্চয়তা কাটবে।

আগামী সংসদ নির্বাচনে দেড়শ আসনে ইভিএম ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। তবে ৬০ থেকে ৭০টি আসনে ভোট করার সক্ষমতা আছেন তাদের।

এ অবস্থায় গত সেপ্টেম্বরে ইভিএম কেনাসহ তা রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের জন্য ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়। ২০ অক্টোবর অনুমোদনের জন্য তা পাঠানো হয় পরিকল্পনা কমিশনে। পরে কয়েকটি পর্যবেক্ষণ দিয়ে গত নভেম্বরে প্রস্তাবটি ইসিতে ফেরত পাঠায় পরিকল্পনা কমিশন।

আরও পড়ুন