• ঢাকা
  • শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৩
আপডেট : ১০ জানুয়ারি, ২০২৩



রংপুরকে হারিয়ে বরিশালের প্রথম জয়

গ্রামীণ কণ্ঠ

বিপিএলে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে সাকিবের ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় তারা।

 

রংপুরের দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে বরিশাল পৌঁছে যায় ৪ বল হাতে রেখে। দলটির পক্ষে ইব্রাহিম জাদরান ৫২ ও মিরাজ করেন ৪৩ রান।

 

এর আগে, টস জিতে বরিশালের বিপক্ষে ৭ উইকেটে ১৫৮ রান করে রংপুর। সাকিবের বরিশালের বিপক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই হোঁচট খায় রংপুর। প্রথম বলেই ওপেনার নাঈম শেখকে হারায় তারা।

 

নাঈম শেখের বিদায়েও দলের হাল ধরে রাখেন আরেক ওপেনার রনি তালুকদার। ২৮ বলে ৪০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

 

রনির বিদায়ের আগে মেহেদী হাসান ও সিকন্দার রাজা আউট হলে ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল চললেও এক প্রান্ত আগলে রাখেন মালিক। ইনিংস গড়তে কিছুটা সময় নেন তিনি। শেষ পর্যন্ত মালিকের অর্ধ-শতকের উপর ভর করে ১৫৮ রানের পুঁজি পায় দলটি।

আরও পড়ুন