বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি প্রার্থী নজরুল ইসলাম ভুলুর উদ্যোগে শীতার্থ শতাধিক সিএনজি চালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় বাগবাড়ির এলাকার চৌধুরী মার্কেটের সামনে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারী, যুবলীগ নেতা আশ্ররাফুল আলম, সাবেক ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহম্মদ শরীফ, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সগির আহম্মদ ইমন, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি প্রার্থী নজরুল ইসলাম ভুলু বলেন, মানবিক যুবলীগ গঠনে কেন্দ্রীয় নির্দেশে লক্ষ্মীপুরে শীতার্থ মানুষের পাশে দাড়িয়েছি। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তাবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগের এসব আয়োজন।
আপনার মতামত লিখুন :