বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে যুবলীগের উদ্যোগে শতাধিক বেদে ও ভাসমান জেলে পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে৷
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে রায়পুর উপজেলার হাজিমারা মেঘনা নদীর সংযোগ খাল এলাকায় কম্বলগুলো বিতরণ করা হয়। জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া এ আয়োজন করেন।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় মুক্তিযুদ্ধসহ স্বাধীন বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবলীগের আহবায়ক দিদার মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক গোফরান বাবু, যুবলীগ নেতা সাবেক সদস্য বিটু চৌধুরী ও মো. হুমায়ুন প্রমুখ।
যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে পৃথিবীর বুকে লাল-সবুজের পতাকা উড়তো না। তিনি আজীবন দেশের আপামর জনতার মুক্তি জন্য আন্দোলন করেছেন। দেশের জনগণ তার নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু পাকিস্তানি দোষররা সপরিবারে তাকে হত্যা করেছে। সোনার বাংলার স্বপ্নটি তাকে হত্যা করে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে উঠছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর স্মার্ট বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপনার মতামত লিখুন :