নিজস্ব প্রতিবেদক: কালের কণ্ঠ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে পত্রিকার হকারদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অতিথিরা শীতবস্ত্রগুলো হকারদের হাতে তুলে দেন। এরআগে কেক কেটে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কালের কণ্ঠ’র পাঠক ফোরাম শুভ সংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
কালের কণ্ঠ’র লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. তহিদুল ইসলাম, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) জসিম উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা সৈয়দ সাইফুল হাসান পলাশ, আবদুল মতলব, ফরিদা ইয়াসমিন লিকা, বেলায়েত হোসেন, রাসেল মাহমুদ মান্না, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, যুবদল নেতা বদরুল আলম শ্যামল, যুবলীগ নেতা মাহবুবুল হক মাহবুব, রাকিব হোসেন লোটাস, ইমতিয়াজ আহমেদ শরীফ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুব ইমতিয়াজ, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রকি।
আপনার মতামত লিখুন :