লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি) বলছেন, আমাদের সাংবাদিক সমাজের ঐক্যের প্রয়োজন আছে এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজন। তাহলে সাংবাদিকেরা আলোকিত সমাজ ও দেশ গড়তে পারবে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের আয়োজিত দৈনিক কালের কন্ঠ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা-বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নয়ন এমপি আরও বলেন, দেখা যাচ্ছে অনেক সংবাদকর্মী প্রেসক্লাবের সদস্য নয়, তবুও তারা খুব ভালো সাংবাদিকতা করে। এতে করে রাজনৈতিক অঙ্গ থেকে শুরু করে বিভিন্ন মহলে তারা প্রশাংসা ভাসছে।
কালের কন্ঠ পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েসের নিমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালা্হউদ্দিন টিপু, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, রাকিব হোসেন লোটাস ও জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকিসহ প্রমুখ।
অনুষ্ঠানে শেষে অতিথিরা কালের কন্ঠ ‘শুভ সংঘ’পক্ষ থেকে জেলার ১০ জন পত্রিকার হকারকে সংবর্ধিত করেন।
আপনার মতামত লিখুন :