• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৩
আপডেট : ৮ জানুয়ারি, ২০২৩



কমলনগরে স্কুল কমিটির সভাপতি রাশেদুল

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুরের কমলনগরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন অভিভাবক সদস্য রাশেদুল হায়দর। তিনি উপজেলার হাজির হাট ইউনিয়নের উত্তর পশ্চিম চর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন।

রবিবার(৮ জানুয়ারী) সকালে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের আলোচনায় সভাপতি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক বেলায়েত হোসেন, সমাজসেবক ও বিএডিসি কর্মকর্তা(নোয়াখালী জোন)মিরাজ হোসেন শান্ত, স্কুল কমিটির সাবেক সভাপতি আমিন উল্লাহ, দাতা সদস্য আবুল কালাম, বর্তমান সভাপতি রাশেদুল হায়দর, প্রধান শিক্ষক রেহানা জামান, জহিরুল ইসলাম, আলী হোসেন, আব্দুল্লাহ আল ফারুক, মাহমুদা সুলতানা, রুহুল আমিন, শামসুল আলম নিশাদসহ প্রমুখ।

প্রধান শিক্ষক রেহানা জামান বলেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সভাপতি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ২৩-২৪ শিক্ষাবর্ষে স্কুল পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করবে।

রাশেদুল হায়দর বলেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার সহযোগিতায় স্কুলের সার্বিক কাজ চলমান থাকবে। স্কুল সদস্য ও শিক্ষকের সমন্বয়ে উন্নয়নমুলক কাজ হবে। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর