• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৩
আপডেট : ৮ জানুয়ারি, ২০২৩



লক্ষ্মীপুরে প্রতিবেশীর মারধরে বাবা-মেয়ে হাসপাতালে

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর সদরে পূর্ব শক্রতার জেরে কৃষক মো. আবুল খায়ের (৬৫) ও তার মেয়ে নাছিমা আক্তারকে (২৮) মারধর করার অভিযোগ উঠেছে তাদের প্রতিবেশী মো. ইসলাম হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আহত বাবা-মেয়ে জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শনিবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সদর হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন বলেন, আবুল খায়ের ও নাছিমা আক্তার নামে দু’জনে হামলার কথা বলে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এর-আগে দুপুর দুইটার দিকে উপজেলার চররহণী মোহন ইউনিয়নের চর আলী হোসেন গ্রামের ‘গরুর খাল নামক স্থানে’ বাবা-মেয়ে এ হামলার শিকার হন।

হাসপাতালে চিকিৎসা নিতে এসে নাছিমা আক্তার জানান, পূর্ব শক্রতার জেরে আমাদের এলাকার দোকানদার ইসলাম হোসেন আমার বাবাকে মারধর করে। বাবাকে বাঁচাতে গেলে দোকানী ইসমাইল আমাকেও মারধর করে। এর-আগে ও আমার বাবাকে দুইবার মারধর করছে। আমরা বিচার পায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর