ছোট্ট শিশু রিশাদুল ইসলাম অভি (৬)। সে তার বাবা মমিন উল্লাহ (মন্টুর) সঙ্গে ফসলের মাঠ দেখতে এসেছে। অভির দুষ্টুমি আর মাঠের চারদিকে দৌড়াদৌড়ি সত্যিই ভালোলাগার মতো।
শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহর আবিরনগর গ্রামে ফসলের মাঠে দেখা গেল বাবা-ছেলের মই টানার দৃশ্য।
দেশব্যাপী শীতের তীব্রতায় যখন জনজীবন একেবারে বিপর্যস্ত। সেই সময়ে কৃষক মন্টু তার শিশুপুত্র অভিকে মইতে বসিয়ে বীজ বপন করছেন। মাটি সমান করছেন। দেখা যায় শিশু অভি চুপচাপ মইয়ের উপর বসে আছে। আর বাবা মইয়ের রশি ধরে টানছেন।
কৃষক মন্টু বলেন, জমিতে মই দিচ্ছি বাদাম চাষের জন্য। বেশি ভার দরকার নেই সমান করতে। তাই মইতে ছোট ছেলেকে বসিয়ে দিয়ে কাজটি করছি। এতে আমার ছেলেও খুশি। জমির কাজও হয়ে গেল। প্রায় ২৪ ডিসিম জমিতে বাদাম, ডাল ও মরিচ আবাদ করব। প্রায় ২০ বছর ধরে চাষাবাদ করেন বলে জানান কৃষক মন্টু।
আপনার মতামত লিখুন :