• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৩
আপডেট : ৬ জানুয়ারি, ২০২৩



লক্ষ্মীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার : মনিরকে যুবলীগ থেকে অব্যাহতি

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে প্রায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ইউপি প্যানেল চেয়ারম্যান মনির হোসেন সজিবকে এবার যুবলীগের পদ থেকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ১১ টার দিকে সদর উপজেলা যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

মনির সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক ছিলেন, তার অব্যাহতির চিঠিতে টিটু চৌধুরীসহ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহাবুবুল হক মাহবুব ও ইসমাইল হোসেন সই করেছেন।

যুবলীগ নেতা তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু বলেন, মনিরের বিরুদ্ধে মামলার কাগজপত্র কেন্দ্রে পাঠানো হয়েছে, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশনা অনুযায়ী মনিরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, একই মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা পরিচয়দানকারী আমির দলীয় কোন পদপদবীতে নেই।

এদিকে এ মামলায় গ্রেপ্তার মো. ইব্রাহিমকে গ্রাম পুলিশ সদস্য থেকে ও মনিরকে ইউপি সদস্যের পদ থেকে বরখাস্তের জন্য জেলা প্রশাসকের কাছে সুপারিশ করা হয়েছে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন তাদের বরখাস্ত চেয়ে চিঠি পাঠিয়েছেন।

থানা পুলিশ জানায়, চররমনী মোহন ইউনিয়নের মধ্য চররমনী গ্রামে ইউপি সদস্য মনিরের বাড়িতে মাদকদ্রব্য রেখে বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্প ঘটনাস্থলে অভিযান চালায়, এ সময় মনির, ইব্রাহিম ও আমির হোসেনকে আটক করে র‌্যাব।

তাদের কাছ থেকে ৪৩৬টি এয়ারটাইট প্যাকেট ভর্তি ৮৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, ৩০০ টাকা দরে এর মূল্য ২ কোটি ৫৫ লাখ ৬ হাজার টাকা, বুধবার (৪ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) মো. নুরুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার ৩ জনসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, পলাতক আসামিরা হলেন আবদুর রহমান ও বাহাদুর মাঝি, পরে তাদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গ্রেপ্তার মনির সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার), তিনি ওই পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন, মনির লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেনের ভাগ্নে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর