
নিজস্ব প্রতিবেদক: উদ্বোধনের পরদিনই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের পাবলিক লাইব্রেরি ও ফিটনেস ক্লাবে তালা ঝুলছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটি বন্ধ থাকতে দেখা গেছে।
৪০ লাখ টাকা ব্যয়ে করা লাইব্রেরি মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে উদ্বোধন করা হয়েছিল। লাইব্রেরিতে শুরুতেই তালার কারণে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা গেছে।
৪০ লাখ টাকা ব্যয়ে করা লাইব্রেরি মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে উদ্বোধন করা হয়েছিল। লাইব্রেরিতে শুরুতেই তালার কারণে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা গেছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির সামনে কোটি টাকা মূল্যের জমি বেহাত ছিল। সম্প্রতি এটি উদ্ধার করে পাঁচতলা ভীতবিশিষ্ট পাবলিক লাইব্রেরি ও ফিটনেস ক্লাব নির্মাণের উদ্যোগ নেয় প্রশাসন। এরইমধ্যে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নিচতলার কাজ শেষ হয়েছে। সেখানে সুরম্য অত্যাধুনিক পাবলিক লাইব্রেরি করা হয়। এতে বিভিন্ন বিখ্যাত লেখকের বই-উপন্যাস, জীবনী স্থান পেয়েছে।
মঙ্গলবার লাইব্রেরির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট ও ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে পাবলিক লাইব্রেরির সামনের পাঁচ দোকানি ও তিন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তারা জানিয়েছেন, একদিন আগে ঘটা করে লাইব্রেরিটি উদ্বোধন করা হয়। এতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও সচেতন মহল আশার আলো দেখেন। কিন্তু একদিন পরেই তা বন্ধ থাকায় সবাই হতাশ।
জানতে চাইলে সন্ধ্যায় রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ বলেন, আমাদের লাইব্রেরিতে ৫০০ থেকে ৬০০ বই সংরক্ষণ আছে। এটি উদ্বোধন হয়েছে। তবে এখনো নীতিমালা তৈরি করা হয়নি। লোকবল দেওয়াসহ অন্যসব বিষয় চূড়ান্ত হলে পুরোদমে এটি চলবে।
এ বিষয়ে রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, উদ্বোধনের একদিন পরই পাবলিক লাইব্রেরি বন্ধ থাকার বিষয়টি আমার জানা নেই। তবে এটি নিয়মিত খোলা রাখলে জ্ঞানপিপাসুরা সুফল পাবে। এজন্য স্থানীয় প্রশাসনের তদারকি বাড়ানো প্রয়োজন।
আপনার মতামত লিখুন :