রামগঞ্জ সংবাদদাতা: বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র্যালী ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলা সভাপতি রবিউল জামান অপু মালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভির সঞ্চালনায় রামগঞ্জ শিশু পার্ক থেকে আরম্ভ হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মুজিব চত্বরে এসে সমাপ্তি হয়। পরে নেতাকর্মীদের নিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মেহেদী হাসান শুভ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মহিন মাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবু, ইয়াসিন আরাফাত জীবনসহ ছাত্রলীগ নেতা জাকারিয়া রিজভী, রাশেদ হাসান হয়, মুসলিম ভূঁইয়া জুয়েল, শেখ রায়হান, মাহমুদ হাসান, নাঈম ভূঁইয়া, রকি, জীবন শেখ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :