• ঢাকা
  • বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৩
আপডেট : ২ জানুয়ারি, ২০২৩



সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগে ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

গ্রামীণ কণ্ঠ

ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে ছাত্র সমাবেশে এক সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় সংগঠনের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রদল। রোববার (১ জানুয়ারি) রাতে ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক উবাইদুল্লাহ নাঈম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নাঈমকে সংগঠনের সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ মর্মে ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানের সুস্পষ্ট নির্দেশ দেয়া হলো।

আরও পড়ুন