• ঢাকা
  • শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৩
আপডেট : ১ জানুয়ারি, ২০২৩



লক্ষ্মীপুরে পৌর শহীদ স্মৃতি একাডেমীতে বই উৎসব

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমীতে নতুন বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশে বই উৎসব উদযাপন করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এই আয়োজন করা হয়। এসময় নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হতে দেখা যায়।

পৌর শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম ভুলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী ও লক্ষ্মীপুর পৌর কাউন্সিলর মো. আল-আমিন প্রমুখ।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, চাহিদার তুলনায় বই কম এসেছে। এতে প্রত্যেক শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হয়নি। ৩-৫ টি করে বই বই পেয়েছে সবাই। বাকি বই না আসায় দেওয়া হয়নি। খুব শিগগিরই বই আসবে। তখন সকল শিক্ষার্থীকে বই দেওয়া হবে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর