• ঢাকা
  • শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৩
আপডেট : ১ জানুয়ারি, ২০২৩



লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের ডিজিএমকে বিদায় সংবর্ধনা

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় পল্লী বিদ্যুতের জেলা কার্যালয়ের হলরুমে ক্রীড়া সাংস্কৃতিক কল্যাণ পরিষদের ব্যানারে এ আয়োজন করা হয়।

এসম সিরাজুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, ৯১৮৫ সালে তিনি পল্লী বিদ্যুতে যোগ দেন। ২০০৭ সালে সেপ্টেম্বর মাসে যশোরে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে থাকাকালীন ৩৩ হাজার বোল্টের বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রে কাজ করছিলেন। তখন বিদ্যুৎ সঞ্চালন বন্ধ ছিল। হঠাৎ করে অন্য একজন বিদ্যুৎ সঞ্চালন সুইচ ওপেন করে দেন৷ এতে তার বাম হাত পুড়ে যায়। কেটে ফেলতে হাতটি। দীর্ঘ তিন বছর পর সুস্থ্য হয়ে তিনি ফের কাজে যোগ দেন।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেনের সভাপতিত্বে এত্ব উপস্থিত ছিলেন রামগঞ্জ জোনাল অফিসের ডিজিএম নুরুল আলম ভূঁইয়া, চন্দ্রগঞ্জের ডিজিএম মাহফুজুর রহমান, রামগতির ডিজিএম রেজাউল করিম, ভবানীগঞ্জের ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম, রায়পুরের ডিজিএম শাহাদাত হোসেন, সদরের ডিজিএম (কারিগরি) তাজুল ইসলাম ও সদরের এজিএম এসএমজি এলমান শাহ প্রমুখ।

বক্তারা বলেন, কর্মক্ষেত্রে সিরাজুল ইসলাম সৎ ও সাহসী ছিলেন। একটি হাত হারানোর পরও তিনি থেমে যাননি। দক্ষতা ও কর্মগুণে তিনি এজিএম ও পরে ডিজিএম পদে পদোন্নতি পেয়েছেন। তার ত্যাগ এবং অর্জনে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর শিক্ষনীয় বিষয় রয়েছে।

আরও পড়ুন