• ঢাকা
  • শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৩
আপডেট : ১ জানুয়ারি, ২০২৩



হাতে হাতে নতুন বই, উল্লসিত শিক্ষার্থীরা

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক: ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। তা বাস্তবায়নে প্রয়োজন শিক্ষা-দীক্ষা ও সুশিক্ষা। আজকের শিক্ষার্থীরা এ তিনটি বিষয় অর্জন করত পারলেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে। সেই লক্ষ্যেই শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত একযুগ ধরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হচ্ছে। বছরের প্রথমদিনই সারাদেশে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হচ্ছে শিক্ষার্থীরা’।

রোববার (১ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদ্রাসা ও পৌর শহীদ স্মৃতি একাডেমিতে পৃথক বই উৎসবে অতিথিরা এসব কথা বলেন। এসময় নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হতে দেখা যায়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ একেএম আবদুল্লাহ, বর্তমান অধ্যক্ষ নেছার উদ্দিন, পৌর শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম ভুলু, প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী ও লক্ষ্মীপুর পৌর কাউন্সিলর মো. আল-আমিন প্রমুখ।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, চাহিদার তুলনায় বই কম এসেছে। এতে প্রত্যেক শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হয়নি। ৩-৫ টি করে বই বই পেয়েছে সবাই। বাকি বই না আসায় দেওয়া হয়নি। খুব শিগগিরই বই আসবে। তখন সকল শিক্ষার্থীকে বই দেওয়া হবে। আলিয়া মাদরাসায় প্রায় ২ হাজার ১০০ শিক্ষার্থী ও শহীদ স্মৃতি একাডেমিতে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত।

আরও পড়ুন