• ঢাকা
  • সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৩
আপডেট : ১ জানুয়ারি, ২০২৩



চাঁদপুরে বই উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা

গ্রামীণ কণ্ঠ

সারা দেশের মতো চাঁদপুরেও উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্য বই। বছরের শুরুর দিন এসব বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রবিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুরে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের শুভ সূচনা করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

এ সময় শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদা আক্তার।
এদিকে সকাল ১০টার পর থেকে শহরের হাসান আলী প্রাইমারি স্কুল, হাসান আলী সরকারি হাই স্কুল, আল আমিন স্কুল অ্যান্ড কলেজসহ আরো কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্য বই বিতরণ অনুষ্ঠানে যোগ দেন জেলা প্রশাসক।

এসব অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিনসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীরা নতুন পাঠ্য বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এ সময় তারা নতুন বইয়ের পাতা উল্টেপাল্টে দেখে। একপলক চোখ বুলিয়ে নেয় তাতে।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার চাঁদপুর জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থীকে নতুন পাঠ্য বই তুলে দেওয়া হয়। তবে এখনো কিছু বই সরবরাহ না হওয়ায় সাময়িক অসুবিধায় পড়তে হবে শিক্ষার্থীদের। এ নিয়ে কোনো দুশ্চিন্তা না করতে বলেছেন জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তিনি জানান, মাধ্যমিক পর্যায়ের কিছু বই না এলেও আগামী কয়েক দিনের মধ্যে তা পৌঁছে যাবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন জানান, প্রাথমিক শ্রেণির কিছু বই এখনো পৌঁছেনি। এটি সাময়িক সমস্যা। তবে দ্রুত সময়ের মধ্যে তা মিটে যাবে।

আরও পড়ুন