• ঢাকা
  • মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৪
আপডেট : ১০ জুলাই, ২০২৪



লক্ষ্মীপুর সরকারি কর্মচারী ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর সরকারি কর্মচারী ক্লাব ও সমন্বয় পরিষদের অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১০) সকালে জেলা প্রশাসক সুরাইয়া জাহান এ কাজের উদ্বোধন করেন। এসময় অতিথি হিসাবে ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা সমন্বয় পরিষদের সভাপতি মো. সিরাজুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, জেলা সরকারি কর্মচারী ক্লাবের সভাপতি মো.জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, জেলা চতুর্থ শ্রেণী কর্মচারী সংগঠনের সভাপতি মহসিন কবির ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন ভূইয়াসহ আরও অনেকে।

উল্লেখ্য, পৌর শহরের সড়ক প্রশস্থকরণের ফলে ভেঙে ফেলা হয় লক্ষ্মীপুর সরকারি কর্মচারি ক্লাব ও সমন্বয় পরিষদের পূর্বের অফিস। এরপর দীর্ঘদিন সংগঠনগুলোর নির্দিষ্ট কোন অফিস ছিল না। তবে আজ লক্ষ্মীপুর-রামগতি সড়কের দক্ষিণ তেহমুনিস্থ এলাকায় কর্মচারি ক্লাব ও সমন্বয় পরিষদের অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর