• ঢাকা
  • শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৪
আপডেট : ৩ জানুয়ারি, ২০২৪



কোস্টগার্ড পশ্চিম জোনের অভিযানে বিয়ার জব্দ

গ্রামীণ কণ্ঠ

মোংলা (বাগেরহাট):সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার জাদা বাজার নদী সংলগ্ন এলাকা থেকে ৬৩ বোতল ইন্ডিয়ান বিয়ার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।বুধবার (৩ জানুয়ারি) দুপুর ২:৩০ মি: সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার জাদা বাজার নদী সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।বুধবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন’র মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন গণমাধ্যমে এ তথ্য জানান।তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা জাদা বাজার নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৩ বোতল ইন্ডিয়ান বিয়ারসহ একটি কাঠের ডিঙ্গি নৌকা জব্দ করে।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভর হয়নি বলে জানিয়ে তিনি বলেন, উদ্ধারকৃত ইন্ডিয়ান বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।

আরও পড়ুন