• ঢাকা
  • শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৩
আপডেট : ৯ আগস্ট, ২০২৩



নোয়াখালীর কবিরহাটে গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমি হস্তান্তর

গ্রামীণ কণ্ঠ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২,১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম সারাদেশের ন্যায় কবিরহাট উপজেলায় ভিডিও কনফারেন্সে শুভ উদ্বোধন ঘোষণায় যুক্ত হোন।

বুধবার (৯ আগস্ট) সকাল ১০টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এই ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শামস এ আরেফিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হোসেনসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, আমরা এ উপজেলায় আজকে পুরনো আশ্রয়ণ থেকে ৩০টি গৃহহীন পরিবারকে ঘর ও জমির কাগজপত্রসহ চাবি বুঝিয়ে দিয়েছি। এই ঘর গুলোতে যারা আগে বসবাস করতো তারা কেউ অন্যত্র চলে যান, আবার কারও বিবাহ হয়ে যাওয়ার কারণে স্বামীর বাড়িতে থাকায় ঘর গুলোকে আমরা যাচাই বাছাই করে প্রকৃত গৃহহীনদের মাঝে বিতরণ করতেছি।

আরও পড়ুন