• ঢাকা
  • শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ জুলাই, ২০২৩
আপডেট : ১ জুলাই, ২০২৩



লক্ষ্মীপুরে তন্তুবায় সমিতির বার্ষিক সভা

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর থানা তন্তুবায় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর পৌর শহরের হাসপাতাল সড়কে তন্তুবায় টাওয়ারের পার্কিংয়ে এ আয়োজন করা হয়।

সদর থানা তন্তুবায় সমবায় সমিতির সভাপতি এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সমিতির সাধারণ সম্পাদক এএইচএম আফতাব উদ্দিন বিপ্লবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু ও জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু প্রমুখ।

বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের তাঁতীদের সমন্বয়ে তন্তবায় সমিতি গড়ে উঠে। তাঁদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকে আজ সমিতির বিশাল অর্জন সম্ভব হয়েছে। এক সময় এ সমিতি থেকে প্রত্যেক সদস্যই উপকারভোগী হবেন।

আরও পড়ুন