নারায়ণগঞ্জে ইফতাররত অবস্থায় মারা গেলেন খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে তিনি মারা যান।
নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বলেন, খেলাফত মজলিসের উদ্যোগে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে মাহে রমজান ও সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনি দুপুরের পরপর নারায়ণগঞ্জে চলে আসেন। সে সঙ্গে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। পরে ইফতাররত অবস্থায় তার মৃত্যু হয়।
মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ বলেন, উনার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নগরীর ইসলাম হার্ট সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শাওন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তারপর আমরা পরীক্ষা করে দেখেছি উনি আর নেই।
আপনার মতামত লিখুন :