• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৩
আপডেট : ১ এপ্রিল, ২০২৩



লক্ষ্মীপুরে ২০০ রিকশা-ভ্যান চালক পরিবার পেলেন যুবলীগ নেতার ইফতার সামগ্রী

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুরে রিকশা ও ভ্যানচালকসহ অসহায় ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকেলে রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তারেক আজিজ জনির ব্যক্তিগত উদ্যোগে এসব বিতরণ করা হয়।

এ উপলক্ষে দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আর্দশ উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

যুবলীগ নেতা তারেক আজিজ জনির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চরমোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক পাঠান, চরমোহনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক এমএ কাশেম হাজারি, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহমেদ রাসেল আবিদ, ছাত্রলীগ নেতা আক্তার হোসেন, শাহিন আলম ও রিয়াদ হোসেন।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দলের প্রত্যেকটি কর্মীকেও সবসময় অসহায় মানুষের পক্ষে কাজ করে যেতে বলেছেন। এবার কোথাও ইফতার পার্টি না করে মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশেই সারাদেশে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ইফতার সামগ্রী বিতরণ করে আসছে।

আরও পড়ুন