দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে শুক্রবার (৩১ মার্চ) অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েটি জেলায়। এ ছাড়া বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন প্রান্তে শিলাবৃষ্টি হতে পারে।
এদিকে রাজধানীতে ৩০-৪০ কিলোমিটার বেড়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দুই তারিখের পর দেশে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে। তারপর থেকে তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ, রায়পুরে বৃষ্টি হয়েছে। মানিকগঞ্জ জেলায় কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও বড় শিলাবৃষ্টি হয়েছে। বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মধ্যবর্তী স্থানে বেশ বড় সাইজের শিলাবৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় ১ লাখ ১৪ হাজার ভোল্টের একটি বজ্রপাত আঘাত করেছে (মেঘ থেকে ভূমিতে)।
আপনার মতামত লিখুন :