মো. আবু ছিদ্দিক মুন্নাকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. ইউসুফ পাটওয়ারী এবং সদস্য সচিব বেল্লাল হোসেন কারি স্বাক্ষরিত দলীয় প্যাডে সাত সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত কমিটির কার্যকরী সভাপতি হলেন হাজী মহিন উদ্দিন, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুল হাসান রাজু ও ইউসুফ রুবেল এবং সাংগঠনিক সম্পাদক মো. রাসেল।
জেলা শ্রমিক লীগের সভাপতি ইউসুফ এবং সদস্য সচিব বেল্লাল হোসেন বলেন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এক জরুরি সভায় ওই কমিটি বিলুপ্ত করা হয়।
এছাড়া সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :