• ঢাকা
  • শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩



লক্ষ্মীপুরে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে পুকুরে ডুবে মো. সুজন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশুর নানা আবুল খায়ের জানান, সুজনকে সঙ্গে নিয়ে তার মা সুমি আক্তার সকালে তার বাড়িতে আসেন। সেখানে দুপুরে সবাই একসঙ্গে খেতে বসেন। এরমধ্যে শিশুটি খেলার জন্য একটি মগ নিয়ে পুকুর পাড়ে যায়।

একপর্যায়ে সবার অগোচরে সে পানিতে পড়ে ডুবে যায়। খাবার শেষে সবাই তাকে খুঁজলেও পাচ্ছিল না। কিছু পরে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখা যায়। উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক একে আজাদ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। পরে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি।

আরও পড়ুন